পাথরঘাটায় বন্য শূকরের কামড়ে আহত ৪


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৪, ৫:২৮ অপরাহ্ণ /
পাথরঘাটায় বন্য শূকরের কামড়ে আহত ৪

সাদিকুল ইসলাম রাহাত ( পাথরঘাটা বরগুনা প্রতিনিধি) :- বরগুনার পাথরঘাটায় বন্য শূকরের কামড়ে ৪ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া গ্রাম ও সদর ইউনিয়নের পশ্চিম বড় টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া গ্রামের বেলায়েত মীর (৫৫) ও তার ছেলে ইব্রাহীম মীর (৩২), বেলায়েত মীরের মামাতো বোন মোসা. সকিনা (৪২) ও পাথরঘাটা সদর ইউনিয়নের পশ্চিম বড় টেংরা গ্রামের হানিফ মোল্লা

ছেলে সাইকুল ইসলাম (২৩)।

প্রত্যক্ষদর্শী মো. দুলাল ও জসিম উদ্দীন বলেন, গাব্বারিয়া গ্রামে একটি বাড়িতে একটি শূকর হঠাৎ হিংস্র হয়ে মানুষকে তাড়া করে। এর মধ্যে কয়েকজনকে কামড়ে দেয়। আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি। শূকরের আক্রমণের খবরটি এলাকায় ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডাক্তার রাফিউল হাসান বলেন, ‘আক্রমণ করা শূকরটি বন্য। শূকরের কামড়ে সমস্যা হতে পারে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের উপ বন সংরক্ষক মো. সফিকুল ইসলাম বলেন, ‘সাধরণত বন্য প্রাণীকে আঘাত না করলে তারা হিংস্র হয় না। পাথরঘাটায় শূকরের আক্রমণের খবর শোনার পরই বন বিভাগের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার কারণ আমরা খতিয়ে দেখব। যারা আক্রমণের শিকার ক্ষতিগ্রস্তরা সাহায্যের আবেদন করলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব। তবে আমাদের আরও সচেতন হতে হবে।’

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com