বড়াইগ্রামে ধর্ষণ-নির্যাতন বিরোধী পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২০, ৫:০৭ অপরাহ্ণ /
বড়াইগ্রামে ধর্ষণ-নির্যাতন বিরোধী পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
করিম মৃধা, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নারী ধর্ষণ ও নারী নির্যাতনসহ শিশু ধর্ষণ ও শিশু নির্যাতন কঠোর হস্তে দমনের প্রত্যয় নিয়ে নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং সমাবেশ। শনিবার সকালে বড়াইগ্রাম থানা পুলিশের উদ্যোগে উপজেলা হল রুমে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আনোয়ারুল হকের সভাপতিত্বে এই বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ইউএনও জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, পুলিশ পরিদর্শক আব্দুর রহিম ও তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু এবং অন্যদের মধ্যে পৌর কাউন্সিলর শরীফুন্নেছা শিরিণ, শিক্ষার্থী স্মৃতি ইশরাত প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশে বিভিন্ন পেশাজীবি মানুষ অংশ নেয়।
এছাড়াও একই দিন বনপাড়া ও বড়াইগ্রাম পৌরসভা এবং উপজেলার ৭টি ইউনিয়নে পৃথক পৃথকভাবে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, পৌর মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com