শরনখোলার ধানসাগর ইউনিয়নের তরুণ ছাত্র সমাজের উদ্দ্যেগে কালর্ভাট মেরামত।


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারি ২৯, ২০২১, ১১:৩৪ অপরাহ্ণ /
শরনখোলার ধানসাগর ইউনিয়নের তরুণ ছাত্র সমাজের উদ্দ্যেগে কালর্ভাট মেরামত।
মোঃ সাব্বির হোসেন শরনখোলা –
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ১নং ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজারের  তরুণ ছাত্র সমাজ মহৎ উদ্যোগ হাতে নিয়েছে।

“মানবতার সেবায় আমরা সবাই এক সাথে” এই স্লোগানকে সামনে রেখে কালভার্ট মেরামতের কাজ করে এই তরুণ ছাত্র সমাজ।

আজ শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে এক বছর ধরে  রাজাপুর থেকে আমড়াগাছিয়া যাবার গুরুত্বপূর্ণ সড়কের  একটি কালভার্টের মধ্যে বরাবর কিছু অংশ ভেঙ্গে বিশাল গর্ত অবস্থায় ছিল। কালভার্টের এই অবস্থার কারনে জনসাধারন সহ গাড়ি চলাচলে সমস্যার সৃষ্টি হয় এবং ভবিষ্যতে দূর্ঘটনা হতে পারে সেই বিবেচনা করে ১ নং ধানসাগর ইউনিয়নের রাজাপুর গ্রামের তরুন ছাত্রসমাজ এই মহৎ উদ্যোগ নিয়ে নিজেদের অর্থায়নে    কালভার্টের ভাঙ্গা অংশটুকু মেরামত করেন।
এ সময় তরুণ ছাত্রসমাজ বলেন,আমরা এ কাজ করে আনন্দিত। যতদিন বেঁচে থাকবো দেশ ও মানুষের সেবায় এগিয়ে যাবো।আমাদের জন্য সকলে দোয়া করবেন।

মেরামত কাজে অংশগ্রহণ করেন নুরু,আরাফাত,সাজ্জাদুল ইসলাম,শাহিন,সাজ্জাদ,ফাহিম,মাফুজ আকন প্রমূখ।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com