দ্বাদশ সংসদের যাত্রা শুরু ৩০ জানুয়ারী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারি ১৭, ২০২৪, ২:৪৪ অপরাহ্ণ /
দ্বাদশ সংসদের যাত্রা শুরু ৩০ জানুয়ারী

আগামী ৩০ জানুয়ারি যাত্রা শুরু করতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ। ওইদিন বিকেল সাড়ে ৩টায় প্রথম অধিবেশন বসবে। সাংবিধানিক নির্দেশনায় নতুন বছরের প্রথম সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। গতকাল সোমবার জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আবদুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘সাংবিধানিক ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন।’
দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা গত ১০ জানুয়ারি শপথ নেন। অবশ্য আইন অনুযায়ী ৩০ জানুয়ারির আগে সংসদ অধিবেশন বসার সুযোগ ছিল না। কারণ, ২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। আইন অনুযায়ী ওই সংসদের মেয়াদ শেষ হচ্ছে ২৯ জানুয়ারি।

সংসদের প্রথম অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দল ইতোমধ্যে স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার পদে অ্যাডভোকেট শামসুল হক টুকুকে মনোনীত করেছে। ৭ জানুয়ারির নির্বাচনে ২২৩ আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় আওয়ামী লীগ মনোনীতদের বিজয়ী হওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার। পাশাপাশি আওয়ামী লীগের সংসদীয় দলের সভার সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা সংসদ নেতা ও মতিয়া চৌধুরী সংসদ উপনেতা নির্বাচিত হয়েছেন। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে ইতোমধ্যে শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং নতুন মন্ত্রিসভা গঠন করেছেন।

ভাষণ দেবেন রাষ্ট্রপতি
সংবিধান অনুযায়ী নতুন বছরের প্রথম ও নির্বাচনের পর নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। পরে ওই ভাষণ নিয়ে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। বছরের প্রথম অধিবেশন ফেব্রুয়ারি মাসজুড়ে চলার সম্ভাবনা আছে। সুত্র সমকাল।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com