কবিতা-তুমি”


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ৮:২০ অপরাহ্ণ /
কবিতা-তুমি”
“তুমি”
রাসেল মিয়া
তুমি হয়তো মৌচাক, যাতে আমি শুরু থেকেই আকৃষ্ট ;
তুমি কি মধুমতী?-যার তরলতায় বিলীন মোর সকল মনঃকষ্ট।
নাহ্!তুমি হয়তো অভিমানী নারী;
যারে আমি না বুঝতে পারি -না ছুঁতে পারি।
তুমি যখন তাকাও -ইশ্!!
সকল সৃষ্টি কম্পিত হয়, অনুভব করে আকর্ষণ ;
লজ্জায় শিহরিত হয় ছন্দমালাও
মনঃবাঁধ ভেঙে শুরু হয় তীব্র বর্ষণ।
মাঝে মাঝে মনে হয়
চিৎকার করে বলি,ওগো হে সুভাষিণী;
কম্পিত কর মোর অপূর্ণ তনু,
হাতে হাত রেখে হয়ে যাও মোর সঙ্গীনী।
তোমাকে দেখলেই প্রফুল্ল হয় মন
ব্যাগ্র হয়ে ওঠি তোমাকে আঁকতে ;
তুমি যে কতো রহস্যের জলধি
সারা জীবন পাশে থেকে অপার আগ্রহ মোর জানতে।
কাছ থেকে হয়নি দেখা তোমায়
লুকিয়ে দূর হতে দেখেছি ;
তোমার ঘ্রাণের মায়ায় পড়ে
নিজেকে শতবার ভেঙেছি-
 গড়েছি।
তোমায় হেরিয়া আমি আকুল
কাছে পেতে তোমায় আমি ব্যাকুল;
তোমার উষ্ণতায় করো মোরে অংশীদার
হাজারো পক্ষকাল তোমার সনে চাহি বাঁচিবার।
আহা! কি যে অপরূপ ঘায়েল করা-
অদৃশ্য কাজলে আঁকানো তোমার দৃষ্টি ;
দেখিলেই মোর জলহীন মরুর বুকে
গগন ছেদিয়া নামে পরিতৃপ্তির বৃষ্টি।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com