মিঠাপুকুরে শতাধিক কলাগাছ কর্তনের অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৪, ৯:১০ পূর্বাহ্ন /
মিঠাপুকুরে শতাধিক কলাগাছ কর্তনের অভিযোগ

মোঃ সুলতান মারজান (হৃদয়),রংপুর প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে হেলেঞ্চা বন বিভাগের লিজ নেওয়া জমিতে কৃষকের রোপন কৃত শতাধিক কলাগাছ ও ইউক্লিপট্যাস গাছ কর্তনের
অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউনিয়ন বিএনপির নেতা সহ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।এমনকি কৃষকের জমি সংলগ্ন হেলেঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের কয়েকটি কাঁঠাল গাছ কেটে নিয়ে গিয়েছে দুর্বৃত্তরা।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের কৃষক মোঃ আল রাব্বী (৪৯) ৬ বছর পূর্বে হেলেঞ্চা বনবিট থেকে ৩৬ শতাংশ জমি ১০ বছরের জন্য লিজ নিয়ে কলাগাছ, কাঁঠাল গাছ, ইউক্লিপট্যাস সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন।
নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, রাতের আঁধারে কয়েকদিন থেকে ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শাহআলমের নেতৃত্বে মনোয়ার মুন্সি, সুলতান, হাবিবুর, ডাঃ লাবিব, মেজবাহুল সহ কয়েকজন বিভিন্ন সময়ে গাছ গুলো কেটে ফেলে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেন।
ভুক্তভোগী মোঃ আল রাব্বী কাঁন্নাজড়িত কণ্ঠে বলেন, আমি একজন অসহায় মানুষ। গাছগুলোতে কলা এসেছিলো। এখান থেকে বনবিভাগ এবং সরকার উভয়ে রাজস্ব পেতো। কিন্তু একটি মহলের ইন্ধনে আমার সর্বনাশ হয়ে গেলো। তিনি বলেন, শাহআলমের বিরুদ্ধে কথা বলার কেউ নেই। সে সবসময় বিএনপি নেতা পরিচয়ে ক্ষমতার অপব্যবহার করে।
হেলেঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুল বলেন, আমার মাঠের কাঠাল গাছ কেঁটেছে ওঁরা। প্রতিবারে অসংখ্য কাঠাল ধরতো গাছগুলোতে। যারা এ কাজগুলো করেছে আমি তাদের বিচার চাই।
এবিষয়ে অভিযুক্ত শাহআলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনাদের যা লেখার আছে আপনার লেখেন। আমার তাতে কিছু যায় আসে না।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনার বিষয়ে শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।