ভারতের সঙ্গে ব্যাটিংয়ে পাকিস্তান


dailymukti24 প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন /
ভারতের সঙ্গে ব্যাটিংয়ে পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে ভারতের সঙ্গে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু রোহিত শর্মার দলের বিপক্ষে টুর্নামেন্টের আয়োজকদের মাঠের লড়াই।

নিউজিল্যান্ডের সঙ্গে খেলা একাদশ থেকে কেবল এক পরিবর্তন নিয়ে নেমেছে পাকিস্তান। ফখর জামানের জায়গায় একাদশে এসেছেন ইমাম-উল-হক। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে জয়ী একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত।

চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বেশ ভালো অবস্থানে আছে ভারত। পাকিস্তানের সঙ্গে জয় পেলে সেমির পথে অনেকটা নিশ্চিত থাকবে রোহিত শর্মার দল। অন্যদিকে আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে স্বাগতিক পাকিস্তানের। প্রতিযোগিতায় টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই রিজওয়ানদের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এপর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে দল দুটি। বিশ্ব ক্রিকেটের অন্যতম হাইভোল্টেজ দ্বৈরথে পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে, তাদের ৩ জয়ের বিপরীতে ভারত জিতেছে ২টিতে।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব ও মোহাম্মদ শামি। পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আঘা সালমান, বাবর আজম, ইমাম-উল-হক, তৈয়ব তাহির, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।