পঞ্জিকা মতে বৈশাখ সংক্রান্তি প্রতি বছরের মত মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার পাকড়ী ইউনিয়নের ঝিনা ঝালপুকুর মাঠে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে আয়োজন করা হয় এ চড়ক ঘুল্লির বার্ষিক উৎসব। চড়ক ঘুল্লি শেষে চলে পূজা অর্চনা।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা গনেস মাহাতোর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর অন্যতম পরিচালক সদস্য ও বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম হীরক, গোদাগাড়ী উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম,তানোর উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব শামসুল, তানোর পৌরসভা বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, মুন্ডুমালা পৌরসভা বিএনপির আহবায়ক আতাউর রহমান, তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান আতিক ও মাহাফুজ, গোদাগাড়ী পৌর ছাত্রদলের নেতা আবু সাঈদ মুহাম্মদ রায়হান জনি সহ অনেকে।
এ চড়ক মেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে শিশু-নারীসহ বিভিন্ন সম্প্রদায়ের হাজারো মানুষ ভীড় জমায়। অনুষ্ঠান স্থল মিলন মেলায় পরিণত হয়। এ চড়ক পূজাকে কেন্দ্র করে বসে গ্রামীণ মেলা। খাবার, গহনা, মিষ্টির দোকান ও মাটির খেলনাসহ বিভিন্ন দোকান বসে। এ চড়ক ঘুল্লি দেখে কেউ পেয়েছেন আনন্দ আবার কেউ এসেছেন প্রথমবার অভিজ্ঞতা অর্জনের জন্য।
এদিকে, ঐতিহ্যবাহী চড়ক পূজা শেষে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক অনুষ্ঠানস্থলে রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেন। এসময়ে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় তারেক রহমানের উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহবান জানান তিনি।
আপনার মতামত লিখুন :