জাওয়াদ, ঢাকা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল-কে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে এক ব্যক্তিকে জনসমক্ষে মারধর করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দাবি করা হয়, ভিডিওতে থাকা ব্যক্তির সঙ্গে জব্বার মন্ডলের সাদৃশ্য রয়েছে—এ নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
তবে মো. আব্দুল জব্বার মন্ডল ভিডিওটির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, “এ রকম কোনো ঘটনা ঘটেনি। ভিডিওটি পুরোপুরি ভুয়া।”
এর আগেও তার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ভুয়া অনলাইন অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এই বিষয়ে তিনি ৩১ মার্চ ২০২৫ তারিখে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৬৯৯) করেছেন।
মো. আব্দুল জব্বার মন্ডল আরও বলেন, “আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু নকল অ্যাকাউন্ট ও পেজ খোলা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
ঘটনাটিকে একটি পরিকল্পিত অপপ্রচার হিসেবে মনে করছেন সংশ্লিষ্ট মহল। তাদের মতে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন সরকারি কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
জব্বার মন্ডল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বার্থে মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :