জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের মানববন্ধন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৫-২৯, ৩:৪৬ PM / ১১০
জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১১টায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। দাবিগুলোর মধ্যে রয়েছে: ঢাকা সেনানিবাস আবাসিক এলাকা থেকে বিএটি’র অবৈধ সিগারেট ফ্যাক্টরি অপসারণ, বিড়ির উপর থেকে শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহার, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, নকল বিড়ি উৎপাদন বন্ধ এবং জেলা প্রশাসকের নেতৃত্বে নকল বিড়ি ও সিগারেট প্রতিরোধ কমিটি গঠন

মানববন্ধনে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারিক হোসেন। বক্তারা দাবি করেন, বিড়ি একটি দেশীয় শ্রমিকনির্ভর শিল্প। অথচ দেশি-বিদেশী ষড়যন্ত্রে আজ এই শিল্প ধ্বংসের পথে। বিড়িতে শুল্ক বাড়ানো হলে ১৮ লাখ শ্রমিকের জীবন সংকটে পড়বে বলে হুঁশিয়ার করেন আমিন উদ্দিন।

তিনি আরও বলেন, “বিড়ি শিল্প ধ্বংসের ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না”। অন্যদিকে হারিক হোসেন অভিযোগ করে বলেন, বিএটি আদালতের রায় অমান্য করে আবাসিক এলাকায় সিগারেট ফ্যাক্টরি চালিয়ে যাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি। তিনি প্রশ্ন রাখেন, “বিএটি কি সরকারের চেয়েও শক্তিশালী?”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, আবুল হাসনাত লাবলু, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম প্রমুখ।