বিমান বাহিনী নিয়ে ভুয়া তথ্য প্রচার


dailymukti24 প্রকাশের সময় : জুন ১৩, ২০২৫, ২:০৫ অপরাহ্ন /
বিমান বাহিনী নিয়ে ভুয়া তথ্য প্রচার

 মোঃ জাওয়াদ, ঢাকা

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিভ্রান্তিকর অপপ্রচার ছড়ানো হচ্ছে, যেখানে এক তরুণী নিজেকে ‘বাংলাদেশ এয়ার ফোর্স’ নামক প্রতিষ্ঠানের কর্মী দাবি করে মাসিক ৪-৫ লক্ষ টাকা আয়ের কথা বলছেন।

বাংলাদেশ বিমান বাহিনী বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে।

আইএসপিআর-এর প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়, “বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে এমন কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির অস্তিত্ব নেই। উক্ত তরুণী কখনো বিমান বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন না।

জনসাধারণকে এ ধরনের ভুয়া তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আইএসপিআর জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের মিথ্যা তথ্য বা অপপ্রচারে যারা যুক্ত থাকবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্যের জন্য সরাসরি আইএসপিআরের সঙ্গে যোগাযোগ করতে হবে।