মাজারুল ইসলাম, লালমনিরহাট
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাতীবান্ধা আদর্শ থানা শাখার উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২২ জুন (রবিবার) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির হাতীবান্ধা আদর্শ থানা শাখার সভাপতি হাফেজ হামিদুর রহমান জিয়ন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি নুর আমিন ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান এবং প্রধান আলোচক ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার অফিস সম্পাদক হাফেজ মহসিন আল কারিম, জামায়াতের হাতীবান্ধা উপজেলা সেক্রেটারি রফিকুল ইসলাম, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আসাদ মুসাবি, নাজির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, “নৈতিকতা, অধ্যবসায় ও ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী পরীক্ষায় সফলতা অর্জনের মাধ্যমে দেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।”
পরিশেষে উপস্থিত পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :