বর্ষার আগমনী বার্তা কদম ফুল


dailymukti24 প্রকাশের সময় : জুন ২৬, ২০২৫, ৯:৪২ পূর্বাহ্ন /
বর্ষার আগমনী বার্তা কদম ফুল

মো: খায়ের রাঢ়ি, মুন্সিগঞ্জ:
বর্ষা মানেই বৃষ্টির টাপুর-টুপুর, নদীর ঢল আর কদম ফুলের মধুর ঘ্রাণ। প্রকৃতির অনন্য এই বার্তাবাহক কদম ফুল (বৈজ্ঞানিক নাম: Neolamarckia cadamba) শুধুমাত্র একটি ফুল নয়—এটি বর্ষার আগমন, প্রেমের রূপক ও সাহিত্যিক ঐতিহ্যের এক অমূল্য প্রতীক।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে, বিশেষত বাংলাদেশ, ভারত ও নেপালে এই ফুল বর্ষাকালে (জুন থেকে আগস্ট) ফুটে থাকে। গোলাকৃতি ও গুটি গুটি ফুলে তৈরি এক বলের মতো আকার, হালকা হলুদাভ কিংবা কমলা রঙ এবং সুগন্ধযুক্ত এই ফুল সহজেই সকলকে মুগ্ধ করে।

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর “কদম গাছ” কবিতায় বর্ষার রোমান্টিক সৌন্দর্য তুলে ধরেছেন:

কদম গাছে দোলে দোল,
দে দোল, দে দোল,
নাচে বঁধূ, ঝরে ফুল,
কে বলে সে পাগল?

অন্যদিকে, কাজী নজরুল ইসলাম তাঁর “কদম ফুল” কবিতায় প্রেমের রূপক হিসেবে কদম ও বর্ষাকে যুক্ত করেছেন:

কদম-তলে কৃষ্ণ দাঁড়ায়,
বাঁশি বাজায় মন হরায়।
বর্ষার মাঝে প্রেমের গন্ধ,
ছড়ায় কদম ফুলে পাশে।

এই কবিতাগুলো কদম ফুলকে শুধু প্রকৃতির নয়, মানব-সংস্কৃতি ও প্রেম-ভাবনার অংশ করে তুলেছে।

আজও যখন বর্ষার প্রথম বৃষ্টি নামে, তখন পল্লি-পথে, পুকুর পাড়ে কিংবা স্কুল প্রাঙ্গণে কদম ফুল দুলে ওঠে বাতাসে।
এ যেন প্রকৃতির কবিতা—একটি ফুলের মধ্যে লুকিয়ে থাকা ঋতু, সংস্কৃতি, সাহিত্য ও ভালোবাসার মেলবন্ধন।