নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৭-১৫, ২:০২ PM / ৭৪
নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নড়াইল জেলা প্রতিনিধি।

সারাদেশে ষড়যন্ত্রমূলকভাবে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নড়াইলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। মঙ্গলবার (১৫ জুলাই) নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নড়াইল চৌরাস্তা দলীয় কার্যালয়ের সামনে থেকে পুরাতন বাসটার্মিনাল পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলার সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলা বিভিন্ন এলাকা থেকে নারী নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন হাতে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে পুরাতন বাসটার্মিনাল এলাকায় মুক্ত মঞ্চে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের  আহবায়ক মুঞ্জরুল সাঈদ  বাবুর সভাপতিত্বে, সদস্য সচিব আরিফুজ্জামান মিলনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ কোরেশী আসাদ।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাবেক সভাপতি, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এস এম আব্দুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, মহিলা দলের জেলা  সেক্রেটারী সালেহা বেগমসহ আরো অনেকে৷

এসময় বক্তারা সাম্প্রতিক সময়ে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব সৃষ্টির মাধ্যমে বিভিন্নস্থানে হত্যাযজ্ঞ ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে দ্রুত পরিস্থিতি উন্নয়নে সরকারকে হুশিয়ারি  প্রদান করে৷ বক্তারা যেকোন পরিস্থিতে সজাগ থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ প্রদান করেন।