

জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার) নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর সিলেটের জাসদ ছাত্রলীগের নেতা মুনির, তপন ও জুয়েলের ৩৭তম হত্যাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মো: আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ মো: মনির হোসেনসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন এবং শহীদদের স্মরণে বক্তব্য রাখেন। বক্তারা দাবি করেন, ৭১-এর নরঘাতক জামাত-শিবিরের এ হত্যাকাণ্ডের খুনিরা এখনও রাজনৈতিক অভিযোজন ও রাষ্ট্রক্ষমতা দখলের অপচেষ্টায় লিপ্ত; তাদের অপরাধ তামাদি হয়নি। তারা দেশের মুক্তিযুদ্ধবিরোধী শক্তির খুন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক করে দেশের অবৈধ শাসন উৎখাত করে সাংবিধানিক পথেই সরকার গঠন ও অবাধ, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও অন্যান্য রাজবন্দিদের মুক্তির দাবি ও ঐক্যবদ্ধ আন্দোলনের আহার দেন।
আপনার মতামত লিখুন :