বিএনপি-আওয়ামী সংঘর্ষে রণক্ষেত্র দাউদখালী, আটক ২


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১০-২২, ৮:৩৮ PM / ৭০
বিএনপি-আওয়ামী সংঘর্ষে রণক্ষেত্র দাউদখালী, আটক ২

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে সংঘটিত এক সন্ত্রাসী হামলায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে সংঘবদ্ধ সন্ত্রাসীরা গ্রামের দুজন বিএনপি কর্মীকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে হামলাকারীরা। এ সময় জনতা দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটকরা হলেন— কালীয়ানী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ইমরান হোসেন (৩৪) ও পাঁচভুলোট গ্রামের আব্দুস সালামের ছেলে আরিফ পারভেজ (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, দাউদখালী গ্রামের নিকিরি পাড়ার আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরসহ কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের নেতৃত্বে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে এসব পরিবারের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ ছিল। এ নিয়ে স্থানীয়ভাবে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

বুধবার দুপুরে ওই বিরোধের জেরে গোগা ইউনিয়নের পাঁচভুলোট গ্রামের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা আজিবর বদ্দির ছেলে সাজু বদ্দির নেতৃত্বে ১০–১২ জনের একটি সন্ত্রাসী দল গ্রামে হামলা চালায়। তারা আলী হোসেন নামে এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করে এবং তার ভাই জাকির হোসেনকে মারধর করে আহত করে। হামলার সময় সাজু বদ্দি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গ্রামবাসী একত্রিত হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং হামলাকারীদের ধাওয়া দিলে তারা গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয়রা ইমরান হোসেন ও আরিফ পারভেজকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে।  নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও দুজনকে হেফাজতে নিয়েছে। বাকি হামলাকারীদের ধরতে অভিযান চলছে।