গ্রিসে সাংবাদিককে গুলি করে হত‌্যা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২১, ২:৩৮ অপরাহ্ণ / ০ Views
গ্রিসে সাংবাদিককে গুলি করে হত‌্যা

গ্রিসের রাজধানী এথেন্সে জনপ্রিয় ক্রাইম রিপোর্টার ইয়র্গস কারাইভাসকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার কারাইভাসের বাড়ির সামনে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি অন্তত ছয়টি গুলি করে।

বেসরকারি গণমাধ্যম স্টার টেলিভিশন ও সংবাদ ব্লগ ব্লোকো ডটজিআরের অপরাধ বিষয়ক রিপোর্টার হিসেবে কাজ করতেন ইয়র্গস কারাইভাস। খবর বিবিসি।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, এথেন্সের আলিমোস এলাকায় নিজের বাড়ির সামনে গাড়ি থেকে নামার পরপরই কারাইভাসকে গুলি করা হয়।

এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস।সংঘবদ্ধ অপরাধ ও দুর্নীতি নিয়ে কাজ করা কারাইভাসকে তার কাজের জন্য হত্যা করা হয়েছে কিনা তা অবশ্যই খুঁজে বের করা দরকার বলে মন্তব্য করেছে গণামাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংস্থাগুলো।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে এক পুলিশ কর্মকর্তা বলেন, “এটা পেশাদার খুনিদের কাজ। ঘটনাস্থল থেকে এক ডজনেরও বেশি গুলির খোসা সংগ্রহ করা হয়েছে।”

ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন এই ‘ঘৃণ্য, কাপুরুষোচিত’ হত্যাকাণ্ডের বিচারের আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে এক টুইট বার্তায় ইউরোপীয়ান পার্লামেন্টের স্পিকার দাভিদ সাসোলি জানান, এই হত্যাকাণ্ডের খবরে তিনি ‘বিধ্বস্তবোধ’ করছেন।

তিন বছর আগে স্লোভাকিয়ায় সাংবাদিক ইয়ান কুচিয়াকের হত্যাকাণ্ডের পরও ইউরোপীয় ইউনিয়নজুড়ে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গিয়েছিল।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com