দেশজুড়ে সাইবার হামলার পরিকল্পনা -তথ্যপ্রযুক্তি মন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২২, ২০২০, ১:২৩ পূর্বাহ্ণ / ০ Views
দেশজুড়ে সাইবার হামলার পরিকল্পনা -তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ভারতজুড়ে বড়োসড়ো সাইবার হামলা হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অধীনস্থ সংস্থা কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। এ বিষয়ে টুইটারে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে।

২১ জুন রবিবার ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরের দাবি; চীনের পিপলস লিবারেশন আর্মির মদদে অন্তত দুটি হ্যাকার গোষ্ঠী ভারতের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও সংবাদপত্রের ওয়েবসাইটে হানা দেয়ার পরিকল্পনা করেছে।

টুইট বলছে,করোনাভাইরাস মোকাবেলার দায়িত্বপ্রাপ্ত কোন সরকারি সংস্থার পরিচয় ব্যবহার করে ক্ষতিকর ইমেইল পাঠানো হতে পারে। সরকারি কর্মসূচিতে সাহায্যের আবেদন জানিয়ে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করার বার্তা থাকবে কিন্তু ওই ক্ষতিকর ইমেইল এমনভাবে তৈরি যে,তার মাধ্যমে ওই ভুয়া ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করলেই ব্যক্তিগত এবং আর্থিক যোগাযোগের তথ্য হাতিয়ে নেয়া সম্ভব হবে। এতে ক্ষতিকর file-upload হওয়ার সম্ভাবনা রয়েছে।
চীন সেনার মদদপুষ্ট গথিক পান্ডা এবং স্টোন গুষ্টি হ্যাকাররা এই কৌশলে ভারতে সাইবার হামলার জন্য সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন সিও কুমার রিতেশ।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com