সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ণ /
সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৭-১৮ শিক্ষাবর্ষের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী সালমান আজাদী। এ দুর্ঘটনায় এক শিশুসহ নিহত হয়েছেন অন্তত আরও ৬জন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১১:২০ মিনিটে ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দরিরামপুর এলাকায় সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান আজাদী (২৮) গুরুতর আহত হন। আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে পরবর্তীতে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
দুর্ঘটনায় নিহত অন্যান্যরা হলেন, ত্রিশাল উপজেলা বৈলর ইউনিয়নের রুদ্রগ্রামের এনামুল হকের মেয়ে রুবাইরা তাজনিম (২), ত্রিশাল ১৭ পাড়ার আব্দুস সামাদের ছেলে সিএনজি চালক শরিফুল ইসলাম (৩৪), সিএনজি চালকসহ অজ্ঞাত পরিচয়ের আরও ২জন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বলেন, সকালে উজানপাড়ায় মাদানি সিএনজি পাম্প সংলগ্ন মহাসড়কে একটি বাস ইউটার্ন নেয়ার সময় সিএনজি চালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সিএনজি চালক শরিফুল ইসলাম ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালমান আজাদি মারা যান।
জানা গেছে, নিহত শিক্ষার্থী সালমান আজাদীর বাড়ি বগুড়া জেলায়। তিনি বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী হিসেবেও পরিচিত ছিলেন।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com