কালিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বেতন বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন।


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২০, ১১:৩৮ অপরাহ্ণ /
কালিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বেতন বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন।
মোঃ আলাউদ্দীন কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
বেতন বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা।
দেশের প্রতিটি উপজেলার ন্যায় মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সিনিয়র সভাপতি দিপক কুমার পাল, সাধারণ সম্পাদক নিরোধ কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক সুকুমার দাস বাচ্চু, অর্থ সম্পাদক ভরত চন্দ্র সরকার, সহ দপ্তর সম্পাদক অরুন কুমার চক্রবর্তী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, (০১) তৃতীয় শ্রেণি কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেড ১১তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণি কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। (০২) পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার প্রদান করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রুত ব্যবস্থা নিতে হবে।  (০৩) শিক্ষা মন্ত্রণালয়ের প্রণিত চাকরীবিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে। (০৪) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। (০৫) সকল এম.পি.ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার এমপিও ভুক্তি স্কুল, কলেজ, মাদ্রাসার সকল তৃতীয় শ্রেণির কর্মচারীবৃন্দু, সাংবাদিক প্রমুখ।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com