চিলমারীতে আইনগত সহায়তা বিষয়ক গণশুনানী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২০, ৮:২৮ অপরাহ্ণ /
চিলমারীতে আইনগত সহায়তা বিষয়ক গণশুনানী
রুবেল মিয়া- (চিলমারী), কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের  চিলমারীতে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ডিসেম্বর) বিকেলে রমনা মডেল ইউনিয়ন পরিষদ চত্বরে যৌথভাবে   জেলা লিগ্যাল এইড কমিটি,কুড়িগ্রাম এইড-কুমিল্লা ও ডেমোক্রেসিওয়াচ ওয়াচের আয়োজনে এবং ডেমোক্রেসিওয়াচ প্রমোটিং পিস এন্ড জাস্টিস প্রকল্পের সহাতায় ওই গনশুনানী অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আইন সহায়তা প্রদান কমিটির সভাপতি ও রমনা ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকার’র সভাপতিত্বে , বক্তব্য রাখেন, জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল ইসলাম, সহকারী সিনিয়র জজ লিগ্যাল এইড অফিসার মোঃ কুদরাত ই- খোদা,উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম ,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ আলী সরকার, চিলমারী মডেল থানার ইনচার্জ অফিসার মোঃ আমিনুল ইসলাম   সমাজ সেবা অফিসার মোঃ লুফৎর রহমান।
গনশুনানীতে অসহায়ও অস্বচ্ছল বিচার প্রার্থীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং জেলা লিগ্যাল এইড কর্মকর্তা তাদের আইনগত পরার্মশ দেন।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com