পঞ্চগড়ে রাস্তার কাজে প্রাইমারী স্কুলের মাঠ ভাড়া ! 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ণ /
পঞ্চগড়ে রাস্তার কাজে প্রাইমারী স্কুলের মাঠ ভাড়া ! 
পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কালিতলা হতে কালমেঘ পর্যন্ত রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও একটি প্রাইমারী স্কুলের মাঠ ভাড়া নিয়ে খোয়া তৈরীর অভিযোগ উঠেছে। খোয়া তৈরী করা হচ্ছে কালমেঘ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। রাস্তার কাজে মাটিসহ নিম্নমানের বালু ব্যবহার করা হয়েছে এবং নিম্নমানের ইট দিয়ে খোয়া তৈরী করা হচ্ছে। কাজটি পেয়েছিলেন রংপুরের গুপ্তপাড়ার খয়রুল কবির রানা। এদিকে অবৈধ ভাবে ঠিকাদারের থেকে সাব ঠিকা নিয়ে কাজটি করছেন আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের তুর্য। প্রাইমারি স্কুল মাঠে রাস্তা সহ যেকোনো কাজ করা সম্পূর্ণ বেআইনি, মাঠে কাজ করার জন্য শিশুরা মাঠে খেলাধুলা করতে পারে না, মাঠে খোয়া তৈরী করায় মাঠ উঁচুনিচু হয়ে খেলার অনুপযোগী হয়ে যায় এবং দীর্ঘদিন মাঠে খোয়া থাকায় সবুজ বন মারা যায়।
এবিষয়ে কাজের ম্যানেজার বলেন, স্কুল মাঠে খোয়া তৈরীর কথা ইঞ্জিনিয়ার অফিস এবং ইউএনও স্যার জানেন। এবিষয়ে সাব ঠিকা নেওয়া তুর্যের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তুর্যের বাবা মুঠোফোনে বলেন, আমার ছেলে মনে হয় কাজটি করতেছে। নিম্নমানের ইট দিয়ে খোয়া করলে ইঞ্জিনিয়ার সাহেব বিষয়টি দেখবেন। এবিষয়ে কালমেঘ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, আমি মেডিকেল ছুটিতে আছি৷ স্কুলের এক সহকারী শিক্ষকের সাথে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা কথা বলে মাঠটি দিতে বলেছিলেন, এমনটি শুনেছি।উপজেলা শিক্ষা অফিসার মাসুদ বলেন, আমি ছুটিতে আছি৷ এবিষয়ে আমি জানতাম না, আপনার মাধ্যমেই শুনলাম। রাস্তার কাজ স্কুলের মাঠে হওয়ার কথা নয়। নিম্নমানের সামগ্রী ও স্কুল মাঠে কাজের বিষয়ে আটোয়ারী উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল বলেন, নিম্ন সামগ্রী ব্যবহার করা হয়না। ঠিকাদারি প্রতিষ্ঠান কোথায় কাজের জন্য জায়গা নিবে, সেটা তাদের ব্যাপার। এখানে আমাদের হস্তক্ষেপের তো দরকার নাই। এদিকে স্কুলের মাঠে কাজ ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ বন্ধের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com