কালীগঞ্জে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৪, ২০২১, ১২:৪০ অপরাহ্ণ /
কালীগঞ্জে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কালীগঞ্জ ( লালমনিরহাট) প্রতিনিধি:-

গ্রাম বাংলার একটি প্রবাদ আছে মাঘের শীতে বাঘ কান্দে। মাঘ মাসের শীতের তীব্রতা কুয়াশাচ্ছন্ন মেঘে ঢাকা পড়েছে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। অসহায় গরীব দরিদ্র মানুষেরা একটু উষ্ণতা আমার জন্য যখন ছটফট করছে এমনই সময় অসহায় মানুষগুলোর ঘরে শীতবস্ত্র নিয়ে পৌঁছে দিল বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ফোরামের নেতৃবৃন্দ।

৩ ফেব্রুয়ারি (বুধবার) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৪ নং ইউনিয়নের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ফোরাম দলগ্রাম ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ফোরাম দলগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি দানবীর বর্মন এর নেতৃত্বে এসকল শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক পরিতোষ রায়, রাধাকান্ত, সুশান্ত,, বিষ্ণু ,কমল ও মিলন প্রমুখ।

সভাপতি দানবীর বর্মন বলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ফোরাম সব সময় অসহায় মানুষের পাশে থাকে কাজ করতে অঙ্গীকারবদ্ধ তারই ধারাবাহিকতায় অসহায় মানুষের দুঃখ কষ্ট কিছুটা লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের এ প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com