দাঁদ, চুলকানি, মাথার উকুন সব সমস্যার সমাধান বাসক পাতায়


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩০, ২০২৩, ৯:২৩ অপরাহ্ণ /
দাঁদ, চুলকানি, মাথার উকুন সব সমস্যার সমাধান বাসক পাতায়

অনেকের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর ছোটো খাটো কিছু সমস্যা হলেই আমরা ছুটে যাই ডাক্তারের কাছে। কিন্তু সব ক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। কারণ আমাদের চারপাশে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যা দিয়ে আমাদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারব। সেরকমই একটা ঔষধি গুণে ভরপুর প্রাকৃতিক উপাদান হচ্ছে বাসক পাতা। গ্রামের দিকে খুব সহজেই এই পাতা পাওয়া যায়। এই বাসক পাতার রয়েছে বিভিন্ন উপকারিতা । বাসক পাতা ব্যবহার করে আমরা বিভিন্ন রোগের হাত থেকে নিস্তার পেতে পারি । চলুন তাহলে জেনে নেওয়া যাক বাসক পাতার উপকারিতা গুলি সম্পর্কে।

বাসক পাতার রসের সঙ্গে এক চামচ মধু বাচ্চাদের খাওয়াতে পারলে সদির্কাশি থেকে অনেকটাই আরাম পাওয়া যায়। বাসক পাতার রস যদি আমরা স্নানের কিছুক্ষণ আগে মাথায় দিয়ে রাখি এবং তার পর ভাল করে মাথা ধুয়েনি তাহলে উকুন মরে যায়। আমাদের শরীরে ছোট ফোঁড়া অথবা ব্যথা দেখা দিলে যদি বাসক পাতা ভাল করে বেঁটে ফোঁড়ার উপর লাগানো যায় তাহলে ব্যথা কমে যায়। যদি ঠান্ডা লাগার কারণে বুকে কফ জমে থাকে এবং অতিরিক্ত কাশি হয় , কফ যদি না ওঠে তাহলে সেক্ষেত্রে বাসক পাতার রস ১ চামচ মধুসহ খেলে বুকে জমে থাকা কফ খুব সহজেই উঠে আসবে ।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com