নড়াইলে ঘের থেকে যুবকের লাশ উদ্ধার 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ২:১৮ অপরাহ্ণ /
নড়াইলে ঘের থেকে যুবকের লাশ উদ্ধার 
 নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গায় দীপ্ত সাহা নামে এক যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সদর উপজেলার হোগলাডাঙ্গা শ্মশানের পাশ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
সূত্রে জানা গেছে, হোগলাডাঙ্গা গ্রামের ডিম ব্যবসায়ী দিনোবন্ধু সাহার ছেলে দীপ্ত সাহা গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে তার এ্যাপাসি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে হোগলা ডাঙ্গায় নামযজ্ঞ অনুষ্ঠানে কেউ কেউ তাকে দেখলেও রাতে আর বাড়ি ফিরে আসেনি। আজ শনিবার সকালে হোগলাডাঙ্গা শ্মশানের পাশের ঘেরে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, মৃতদেহ থেকে ধারণা করা হচ্ছে ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট থেকে বাকি তথ্য জানা যাবে।