টাইগারদের দুর্বলতার সুযোগ নেবে ক্যারিবীয়রা!


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২, ২০২১, ৫:২৫ অপরাহ্ণ /
টাইগারদের দুর্বলতার সুযোগ নেবে ক্যারিবীয়রা!

ঘরের মাঠে সব সময়ই শক্তিশালী বাংলাদেশ। তাই ওয়ানডেতে ধবলধোলাইয়ের পর টেস্টেও টাইগারদের ফেবারিট মানছেন ক্যারিবীয় কোচ ফিল সিমন্স। তবে করোনা মহামারির পর আগামীকাল প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এই সুযোগকেই কাজে লাগাতে চায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

২০২০ সালে যখন মাঠে ক্রিকেট ফিরেছে, তখনই ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে টেস্ট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই হিসেবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট পরিত্যক্ত হওয়ার পর আর টেস্টে মাঠে নামেনি বাংলাদেশ। প্রায় এক বছর পর আবারও টেস্টে মাঠে নামতে হলে হোঁচট খাওয়া স্বাভাবিক। সেটিকেই সম্ভাবনা হিসেবে দেখছেন সিমন্স। তিনি বলেন, “টেস্টের শুরুতে তারা কিছুটা ভঙ্গুর থাকতে পারে। গত এক বছর ধরে টেস্ট খেলেনি বাংলাদেশ। তবে আমি নিশ্চিত এটিও তারা দ্রুত কাটিয়ে উঠবে। তাদের দলে তামিম ও সাকিবের মতো খেলোয়াড় আছেন। তারা যদি বেশ কিছুক্ষণ এমন নড়বড়ে অবস্থায় থাকে, আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে।”

অবশ্য টেস্টে ক্যারিবীয়দের দুর্বলতাও একই টপ অর্ডার ব্যাটসম্যানদের নড়বড়ে অবস্থা। সেটি যদি বাংলাদেশের বোলাররাও কাজে লাগাতে পারে, তবে দর্শকরা সমানে সমান লড়াই উপভোগ করতে পারবে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com