বান্দরবনে মাসব্যাপী খেলার উদ্বোধন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ণ /
বান্দরবনে মাসব্যাপী খেলার উদ্বোধন
বাবু, বান্দরবন প্রতিনিধি –
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় জেলা ক্রীড়া অফিসের উদ্দ্যোগে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২১ এর আওতায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রশিক্ষণের উদ্বোধন করেন বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মোঃ মাঈন উদ্দীন মিলকি।
আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দীন। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু তাহের, সহকারি শিক্ষক আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়।
জেলা ক্রীড়া অফিস সুত্রে জানায়,আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার  বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে (অনুর্ধ্ব-১৬) ছাত্র-ছাত্র-ছাত্রীদের মাস ব্যাপী ফুটবল পশিক্ষণ দেওয়া হবে। ফুটবল প্রশিক্ষক হিসেবে থাকবেন সেলিমুল ইসলাম সহকারি শিক্ষক চৈক্ষ্যং আর্দশ উচ্চ বিদ্যালয়। এবং সহ-প্রশিক্ষক হিসেবে থাকবেন আব্দুল হামিদ,ক্রীড়া সংগঠক আলীকদম।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com