বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে জাতিসংঘের ভূয়সী প্রশংসা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১১, ২০২১, ১০:৫১ পূর্বাহ্ণ /
বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে জাতিসংঘের ভূয়সী প্রশংসা

যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নির্ধারিত বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বৈঠকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সমর্থন অবিচল থাকবে বলে জানান তিনি।

 গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৮ জানুয়ারি) সেনাপ্রধান জাতিসংঘের অপারেশন সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি অতুল খারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কোভিড পরিস্থিতির মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষা পরিবহনে বাংলাদেশ বিমান সাফল্যের সঙ্গে ভূমিকা রাখায় অতুল খার বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্য পিয়েরে। বিশ্বশান্তিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি।

এক সরকারি সফরে ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যান জেনারেল আজিজ। ১২ ফেব্রুয়ারি দেশের ফেরার কথা রয়েছে তার।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com