হেফাজতকে শাস্তি ভোগ করতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২১, ১২:৫২ পূর্বাহ্ণ /
হেফাজতকে শাস্তি ভোগ করতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন সময়ের সহিংতার সঙ্গে সস্পৃক্ত জঙ্গিরা হেফজাতসহ বিভিন্ন সংগঠনের সাইনবোর্ডে দেশে আবারো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

হেফাজতকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, যারা সহিংসতা করেছে তারা যতই সমঝোতার জন্য আসুক অপরাধের জন্য তাদের শাস্তির মুখোমুখি হতেই হবে।

রোববার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, “হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। হঠাৎ করে তাদের রাজনৈতিক কর্মসূচি সন্দেহের কারণ হয়ে উঠেছে। তারা যে সহিংসতা করেছে সেজন্য তাদের শাস্তি ভোগ করতেই হবে।”

যারা থানা, সরকারি ভবন-সম্পদ, ভূমি অফিস, ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর পুড়িয়ে দিয়েছে তাদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে এসব সহিংসতায় মদদদাতাদের গ্রেপ্তারের আওতায় আনা হবে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com