কবিতা – অনিমেশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ৮:৩৫ পূর্বাহ্ণ /
কবিতা – অনিমেশ

অনিমেষ,

সুর্যের দিকে পিঠ করে সম্মুখে যে ছায়া
তুমি প্রতি মুহুর্তে দেখছো —
তাতে কি মনের গোপনীয়তার প্রতিবেদন
মেলে নাকি হিসেবের খাতায়
যদি
শব্দটা বার বার এলোমেলো করে দিচ্ছে
জীবনের জয়গান??
নিজের খোলস ছেড়ে বের হতে যেমন
সময়ের ব্যাপার,
অলস দুপুর চায়ের কাপে চুমুক
সবই চলছে আপন গতিতে
শুধু দূরত্ব, ফাগুন আর ভালোবাসার গান।।
অলিখিত কাব্যের শহরে আজ ম
প্রিয় মানুষের ভীড় অথচ
কোথাও কেউ নেই বললেও
ছায়াময় তোমার অস্তিত্ব পিছু পিছু–
ফাগুনের গানের মূর্ছনায় ভেসে আসবে
ভালোবাসার সরল বাণী,
শুধু সময়ের অপেক্ষা আর একরাশ মুগ্ধতা
নিয়ে গাইবে জীবনের জয়গান।।

দেবদাস রায় বাবুল
বিনোদীনি কুটির
তুষভান্ডার।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com