কবিতা – অনিমেশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ণ /
কবিতা – অনিমেশ

অনিমেষ

কবি- দেবদাস রায় বাবুল

ঘুমের টানে যখন দুচোখ
বন্ধ হতে চায় ঠিক তখনই
আয়নায় ভাসমান প্রতিবিম্ব ইশারা দেয়
এখন ঘুম নয়,
এখন জেগে থাকবার পালা
গল্প আর খুনসুটি তে
মাতোয়ারা হোক রাতের মিটিমিটি তারার মেলা।
ক্লান্ত পরিশ্রান্ত শরীর যখন
একটু আশ্রয় খোঁজে এলিয়ে দেবে
নির্ভরতার জায়গায়, তখন
নীলাকাশের নীচে শুধু অবগাহন হয়
ভালোবাসার অকুণ্ঠ প্রতিশ্রুতির বাস্তবায়ন।
মান অভিমানের পালাবদল খুব
সহজলভ্য এইসময়ে —
কারণ মাটির মত সহনীয় পর্যায়ে
ছিলে বলেই আনন্দের বন্যায় ভেসে বেড়ায়
সুখ পাখির ডানা।
কাছে আসবার অনুভূতি
যখন তোমার ডানায় ভর করে,
ছুটে চলো সংজ্ঞাহীন ভাবে
তবুও প্রত্যশা তবুও স্বপ্ন দেখা–
এত কিছুর পরে,
অধরা র‍য়ে যায় শুধু পূর্ণতা।।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com