গণতন্ত্র রাজপথে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৩, ১:৫৯ অপরাহ্ণ /
গণতন্ত্র রাজপথে

গণতন্ত্র রাজপথে
ড. মোঃ হাসানুজ্জামান জুয়েল

গণতন্ত্র রাজপথে যাচ্ছে লড়ে আমজনতার সন্ধি,
লুটপাট চালাতে ব্যস্ত কেউ, মানবতা গারতে বন্দি।
জোট-মহাজোটে ভিড়ছে আজ নানান জাতের দল,
সমাবেশের ডাক শুনলে তাই নামছে মানুষের ঢল।
মিটিং-মিছিল-শ্লোগানে আজ বাড়ছে জনদূর্ভোগ,
বাস-ট্রাকে পেট্রোল ঢালিয়ে করছে অগ্নিসংযোগ।
গদি নিয়ে রোজ টানাটানি, বাজছে তুমুল দ্বন্দ্ব,
মানবতা আজ করছে হরণ, চোখ থাকতে অন্ধ।
কোটি জনতা হতাশায় ভোগে হয়েছে দিশেহারা,
ভোটের অধিকার আদায়ে কেউ হচ্ছে বাস্তুহারা।
দ্রব্যমূল্যের নিত্য উর্ধ্বগতি, ফাঁকা পকেট খানি,
রাতে ঘুম আসে না চোখে, টানছি ঋণের ঘানি।
হরতাল-অবরোধ,মিটিং-মিছিলে বাড়ে ভোগান্তি,
ককটেল-বোমা বিস্ফোরণে জনজীবনে অশান্তি।
ভাত-কাপড় চাইলে গুলি, লাটিচার্জ ও টিয়ারসেল,
মানুষের পিঠ দেয়ালে ঠেকে ভয় করে না মৃত্যুজেল।
ভ্যাট-ট্যাক্স ঋণের জালে শেকলহীন দাস জীবন,
বিপ্লবী বেকারের স্বপ্নভঙ্গ,ক্ষয়ে ক্ষয়ে যায় যৌবন।
আর কত প্রাণ ঝরে যাবে রক্ত ভেজা রাজপথে,
গুলিবিদ্ধ হয়ে কাতরাবে বিদেশীদের মনোরথে।
নুর হোসেনের আত্মত্যাগে ফিরে আসেনি গণতন্ত্র,
অর্থনীতিতে মুখ থুবড়ে যে, ধুকে পড়ছে প্রজাতন্ত্র।
আর কত প্রতীক্ষায় থাকি দেখতে হবে খেলা,
সকাল হয়ে দুপুর পেরিয়ে কাটবে সন্ধ্যাবেলা।
মসজিদ-মন্দির,ধর্ম-কর্মে সবখানেতে রাজনীতি,
কবি-সাহিত্যিক,সুশীল সমাজে দেখাচ্ছে ভয়ভীতি।
গুম-খুন, জেল-জুলুমে বন্ধ কারও মুখ,
খোদা তুমি সহায় হও, ঘুচুক সবার দুখ।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com