হিন্দু ধর্মাবলম্বীদেরকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন কাকিনা ইউপি চেয়ারম্যান।


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৩, ৫:২৫ অপরাহ্ণ /
হিন্দু ধর্মাবলম্বীদেরকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন কাকিনা ইউপি চেয়ারম্যান।

আল-আমীন কালীগঞ্জ (লালমনিরহাট)প্রতিনিধিঃ

দুর্গাপূজা উপলক্ষ্যে দেশব্যাপী সকল সনাতন ধর্মাবলম্বীদেরকে শারদীয় শুভেচ্ছা, শুভকামনা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ তাহির তাহু।

১৬ ই অক্টোবর সোমবার দৈনিক মুক্তিতে প্রেরিত বার্তায় চেয়ারম্যান বলেন, দুর্গাপূজা হিন্দু ধর্মের অনুসারীদের জন্য একটি বিরাট উৎসব ও তাদের বিদ্যমান পূজাগুলোর মধ্যে একটি অন্যতম পূজা। তাই এ ধর্মের সবাই ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আয়োজনের মাধ্যমে প্রতিবছর এই দুর্গা পূজার আয়োজন করে থাকেন। আর এই উৎসবে দুর্গা ভক্ত প্রতিটি ঘর ভরে উঠুক পূজার অনাবিল আনন্দে ও নতুন প্রত্যয়ে জেগে উঠুক সকলে এই কামনা করছি।

আসুন আমরা সকল ধর্মের মানুষ মিলে মিশে এক হয়ে বিশ্ব মানবতার নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রেখে একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলি। সকলে ভ্রাতৃত্ববোধের বন্ধন বজায় রাখি ও অত্যাচারী অসূরমুক্ত একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সবাই সম্মিলিতভাবে কাজ করি।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com