
ফাহিম হোসেন রিজু | ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ী দাখিল মাদ্রাসার পাশে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা চলছে। গ্রামবাসীর অভিযোগ, থানা পুলিশের নীরবতা ও তদবিরবাজদের ছত্রছায়ায় চিহ্নিত একটি চক্র ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের অবাধ বিক্রি চালিয়ে যাচ্ছে, যা ধ্বংস করে দিচ্ছে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ।
অভিযোগ অনুযায়ী, এ চক্রের হোতারা হলেন—মৃত আব্দুল করিমের মেয়ে স্বপ্না বেগম, মৃত মহির মন্ডলের ছেলে মোস্তাকিন, মৃত আব্দুল করিমের ছেলে শওকত হোসেন এবং মৃত লিটন মিয়ার স্ত্রী সুইটি বেগম। স্থানীয়দের দাবি, এই মাদক ব্যবসার কারণে তরুণরা নেশার ফাঁদে পড়ে চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
একজন ক্ষুব্ধ গ্রামবাসী বলেন, “দিনে-দুপুরে মাদক বিক্রি হয়, সবাই জানে কারা করে। কিন্তু কেউ ধরতে আসে না। থানা পুলিশ কেন চুপ, তাই এখন বড় প্রশ্ন।”
গ্রামবাসীর দাবি, অবিলম্বে অভিযান চালিয়ে এ চক্রকে গ্রেপ্তার করতে হবে, নাহলে পুরো গ্রাম মাদকের কবলে ধ্বংস হয়ে যাবে।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, “মাদকের বিষয়ে অভিযান চলমান রয়েছে। জনগণ ও পরিবারের সচেতনতা মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
আপনার মতামত লিখুন :